17/09/2023
Odd Sem New Routine 2023-24 Published
২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেমিস্টার ১, ৩, ও ৫-এর জন্য নতুন ক্লাস রুটিন প্রযোজ্য হচ্ছে ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার থেকে। এই নোটিসে নতুন ক্লাস রুটিনের লিঙ্ক দেওয়া আছে।
06/09/2023
Sem 5 Girls: Free Online Training on Menstrual Health
আগামী ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুর ১২-১ শুধুমাত্র পঞ্চম সেমিস্টারের ছাত্রীদের জন্য বাংলা-ভাষায় একটি এক-ঘন্টার ফ্রি অনলাইন ট্রেনিং প্রোগ্রাম আয়োজিত হয়েছে। বিষয় - মাই মেনস্ট্রুয়েশন মাই হেলথ, অর্থাৎ, "আমার পিরিয়ড, আমার গর্ব"। এটি গুগল মিটে হবে। রেজিস্ট্রেশন করতে হবে - গুগল ফর্মের লিঙ্ক নোটিসে দেওয়া আছে। পঞ্চম সেমিস্টারের ছাত্রীরা দ্রুত রেজিস্ট্রেশন ক'রে নাও। ই-সার্টিফিকেট পাওয়া যাবে।
26/08/2023
Road Safety for Students: Manbazar-College-Manbazar
মানবাজার থেকে কলেজে হেঁটে যাতায়াতের সময়ে দুর্ঘটনা এড়াতে কয়েকটি পদক্ষেপ সমস্ত ছাত্রছাত্রীকে নিতে হবে। বিশদ নির্দেশ নোটিসে রয়েছে। সবাই ভালো ক'রে প'ড়ে বুঝে নাও এবং এই নির্দেশ অক্ষরে-অক্ষরে পালন করতে থাকবে।
25/08/2023
Sem 3 & 5 Admission
নোটিসে দেওয়া দিন ও সময় অনুযায়ী তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নিতে হবে। ২৮ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর অবধি পঞ্চম সেমিস্টারের এবং ৪ থেকে ৯ সেপ্টেম্বর অবধি তৃতীয় সেমিস্টারের অ্যাডমিশন চলবে। কত ক'রে ফিজ জমা দিতে হবে, নোটিসে দেওয়া আছে।
25/08/2023
Free Add-on Course for Sem 5 Girl Students
২৮ অগাস্ট (সোমবার) থেকে ২ সেপ্টেম্বর (শনিবার) কলেজের ১৬ নম্বর ঘরে প্রতিদিন বেলা ১১টা থেকে পঞ্চম সেমিস্টারের ছাত্রীদের জন্য এই কোর্স হবে, সম্পূর্ণ বিনামূল্যে। রেজিস্ট্রেশনের লিঙ্ক নোটিসে দেওয়া আছে। এই কোর্স চাকরির বাজারে সক্ষমতা বৃদ্ধির জন্য। পঞ্চম সেমিস্টারের ছাত্রীরা অবশ্যই এই কোর্স করবে, লিঙ্কে গিয়ে গুগল ফর্ম মারফৎ দ্রুত রেজিস্ট্রেশন ক'রে নাও।
25/08/2023
Marksheet Distribution for current Sem 3 & 5
তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে যারা এখন পড়ছো, তারা ২০২২ সালের প্রথম ও তৃতীয় সেমিস্টারের মার্কশিট নেওয়ার জন্য কলেজের অফিসে ওই পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে আসবে। যেদিন তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের অ্যাডমিশন নিতে আসবে, সেদিনই ওই অ্যাডমিট কার্ড নিয়ে এসে মার্কশিট তুলে নেবে।
13/08/2023
Commencement of Class of Sem 1 Students
যারা বর্তমান শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, সেইসব ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হবে কলেজের ক্যাম্পাসে ১৪ অগাস্ট ২০২৩ সোমবার সকাল ১১টা থেকে।
13/08/2023
Sem 4 (Prog) Physical Education Practical Exam
২৩ অগাস্ট বুধবার, সকাল ৭ঃ৩০ থেকে কলেজের ক্যাম্পাসে প্র্যাকটিকাল পরীক্ষাটি হবে। অন্যান্য জরুরি বিষয়ে জানার জন্য নোটিসটি ভালো ক'রে প'ড়ে বুঝে নাও।
15/07/2023
OASIS Scholarship Application Correction
OASIS-এ যাদের আবেদনপত্র ইন্সটিটিউশন লেভেলে পেন্ডিং আছে, তারা এই নোটিসে দেওয়া নির্দেশ অনুসরণ করবে।
14/07/2023
Sem 2 Exam Form fill up
সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল-আপ হবে ১৭-২০ জুলাই ২০২৩ কলেজের অফিসে, প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ২টো। এই সেমিস্টারের ছাত্রছাত্রীরা কবে কে আসবে, এবং সঙ্গে কি কি ডকুমেন্ট আনতে হবে, তা নোটিসটি ভালো ক'রে প'ড়ে বুঝে নাও।
22/09/2023
Notice Inviting Quotations (CCTV)
Sealed quotations are invited from the bonafide and Reputed Suppliers for supply & installation of CCTV Camera with all necessary arrangement.
06/10/2020
E-TENDER FOR CIVIL CONSTRUCTION WORK
Please find attached E-Tender notice for civil construction work of the College
02/03/2020
NOTICE E-TENDER (PROCUREMENT)
This is to publish e-tender notice for procurement under RUSA 2.0
21/02/2020
NOTICE FOR E-TENDER
Inviting participation in E-Tender for utilization of RUSA fund available at the disposal of the College. E-Tender notice has also been published in today's Business Standard and Pratidin news papers.